ফটিকছড়ির ছাবিনা খাতুন হত্যা মামলায় স্বামী মো. রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ভুজপুরের হারুয়ালছড়ি গ্রামের পশ্চিম লম্বা বিল এলাকার আবুল খায়েরের ছেলে। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় অদালত ১৯ জন সাক্ষীর মধ্য থেকে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
আদালত সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের সাথে ছাবিনা খাতুনের ২০০৫ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে ছাবিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে রফিক। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর ছাবিনার বাড়ি থেকে ইফতার কম পাঠানোর অভিযোগ তুলে তাকে মারধর করে রফিক। পরদিন ভোরে ছাবিনাকে বাড়ির পাশে খালপাড়ে নিয়ে গিয়ে গলা টিপে ও খালের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ছাবিনার ভাই মো. হাসেম বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর তদন্ত শেষ করে পুলিশ চার্জশিট দিলে ২০১০ সালের ২৭ জুলাই রফিকুলের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।