নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিহারী কলোনিতে স্ত্রী আমেনা বেগমকে খুনের মামলায় স্বামী মোহাম্মদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর দুলাল চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামের ছেলে। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসীম উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ হোসেন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ৭ আগস্ট এ ঘটনা ঘটে। পরে আমেনা বেগমের বোন বুলু বেগম বাদী হয়ে খুলশী থানায় মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত সূত্র জানায়, মামলা দায়ের পরবর্তী তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে বিচারক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।