স্ত্রী-সন্তানের কারণে মাকে বৃদ্ধাশ্রমে রাখলেন বাবু!

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

মুক্তি পেল নতুন নাটক ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’। রাকায়েত রাব্বি রচিত নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। তিন গুণী অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, দিলারা জামান ও মুনিরা মিঠুর অভিনয়ে মানবিক গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নাটকের গল্পে ফজলুর রহমান বাবু একজন ব্যর্থ বাবা, ব্যর্থ সন্তান এবং ব্যর্থ স্বামী । তিনি তার নিজের দোষে বা নিজের জন্য ব্যর্থ হননি, তার ব্যর্থতার কারণ স্ত্রী-সন্তানের অনৈতিক আচরণ এবং অস্বাভাবিক চাহিদা। খবর বাংলানিউজের।

শুধু তাই নয়, স্ত্রী-সন্তানের কারণে তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ মমতাময়ী মাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়েছে।

জীবনের একপর্যায়ে স্ত্রী-সন্তানদের চাহিদা মেটাতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। এগিয়ে যায় ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’-এর গল্প।
নাটকটিতে ফজলুর রহমান বাবুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান আর স্ত্রীর চরিত্রে মুনিরা মিঠু।

এতে আরো অভিনয় করেছেন একে আজাদ সেতু, জামশেদ জামান, তানিন তানহা, ফরগান মিল্টন, মোহাম্মদ সালমান, শ্রাবণ সাব্বিরসহ অনেকে। ‘ও জীবন ছাড়িয়া না যাও মোরে’ গানটি এই নাটকে ব্যবহার করা হয়েছে। এটি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিংবদন্তি শিল্পীদের গান গাইবেন আসিফ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বড়উঠান ইউনিয়ন চ্যাম্পিয়ন