স্ত্রীসহ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬০ কোটি টাকা ঋণ খেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রায় ১৬০ কোটি টাকা ঋণ খেলাপী মামলায় খাতুনগঞ্জের সাঈদ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ চৌধুরী সম্রাট ও তার স্ত্রী সালমা সাঈদ চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ী সাঈদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগের এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আদেশে বলা হয়।
তিনি বলেন, খেলাপী ঋণ আদায়ে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর সাঈদ ফুডস লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ চৌধুরী সম্রাট ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক সালমা সাঈদের বিরুদ্ধে ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখা মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসরোয়ার হোসেন চৌধুরী