স্টেশন রোডের উজালা হোটেলকে এক লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার প্রস্তুত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং কর্মচারীদের ফিটনেস সনদ না থাকার দায়ে নগরীর স্টেশন রোডের উজালা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সড়ক ও ফুটপাত দখল করে ফল বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সকালে চলা এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। মারুফা বেগম নেলী জানান, নগরীর স্টেশন রোড সংলগ্ন এলাকায় অভিযানের সময় হোটেল উজালায় বেশ কিছু অনিয়ম উঠে আসে।

প্রতিষ্ঠানটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং কর্মচারীদের ফিটনেস সনদ না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় ৮ ব্যবসায়ীকে মামলা ও জরিমানা করে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম
পরবর্তী নিবন্ধচেম্বারে বিশ্ব ব্যাংক গ্রুপের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বিষয়ক পরামর্শ সভা