চেম্বারে বিশ্ব ব্যাংক গ্রুপের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বিষয়ক পরামর্শ সভা

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বিষয়ক পরামর্শ সভা গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান, অপারেশন ম্যানেজার, ডেনডান চেন, লীড কান্ট্রি ইকোনোমিস্ট ইউতাকা ইয়োশিনো, অপারেশন অফিসার মো. আজাদ রহমান, সিনিয়র প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ মোহাম্মদ লুৎফুল্লাহ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, উইম্যান চেম্বারের সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, উইম্যান চেম্বার পরিচালক লুৎমিলা ফরিদ, জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি জসিম আহমেদ, কে লাইন বাংলাদেশের ডিএমডি সাহেদ সরওয়ার, জুনিয়র চেম্বার সভাপতি মো. টিপু সুলতান শিকদার, হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ মুহাম্মদ শোয়েব হাসান, আমব্রেলা পিএমসি’র সিইও ইকবাল চৌধুরী, এপেঙ ফুডের ইডি মুমিনুদ্দিন আহমদ খান, প্যাসিফিক জিনসের জিএম আনওয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক হাসনাত মো. আবু ওবাইদা ও মোহাম্মদ আদনানুল ইসলাম, কামাল মোস্তফা চৌধুরী, মো. আমিন উল্লাহ, শাহেলা আবেদীন প্রমুখ। আগামী ৫ বছরে ৮টি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে ফ্রেইমওয়ার্কটি তৈরি করা হবে। যেমন ব্যবসায়িক পরিবেশ উন্নতি করে বেসরকারী খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, পাবলিক ইন্সষ্টিটিউটগুলোর সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, নারী, শিশু ও পশ্চাৎপদ গোষ্ঠির সুরক্ষা প্রদান ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোডের উজালা হোটেলকে এক লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআরও একবার বাবার হাত ধরতে চান কেকে তনয়া