স্টিল মিলকে লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

কালো ধোঁয়া নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে নাসিরাবাদের সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ পরিবেশ দূষণকারী কালো ধোঁয়া নির্গমন করে আসছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এলাকার মানুষ। তারা বিষয়টি জেলা প্রশাসকের কাছে জানান। অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করি।

তিনি বলেন, স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। তারা দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি সমাধান করবেন বলে মুচলেকা প্রদান করেন।

এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আজাদীকে বলেন, চট্টগ্রামের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসন পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করবে।

পূর্ববর্তী নিবন্ধসেই প্রবাসীর জামিন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩