স্কুল ভবনে স্বেচ্ছাসেবক লীগ নেতার গরুর হাট!

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কোরবানি গরুর মিনি হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন ফরহাদ ওরফে মহিউদ্দিন ফরহাদ। তিনি নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্টে স্কুল ভবনে গরুর হাট বসানোর ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা চলছে। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে স্কুল ভবনে গরুর মিনি হাট বসিয়েছেন বলেও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। মহিউদ্দিন ফরহাদ নিজেকে স্বেচ্ছাসেবক লীগ চান্দগাঁও থানা শাখার সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দেন বলে উল্লেখ করে স্থানীয় সূত্র জানিয়েছে যে, তার বিরুদ্ধে থানায় অনেকগুলো মামলা রয়েছে।

স্কুল ভবনে গরুর মিনিহাট বসানোর ব্যাপারে গতরাতে যোগাযোগ করা হলে মহিউদ্দিন ফরহাদ বলেন, এটি কোন হাট নয়। কোরবানি উপলক্ষে নীলফামারী থেকে ১৪টি গরু এনেছি। কয়েকটি বিক্রি করেছি। আর দুইটি বিক্রি করবো। বাকিগুলো নিজে এবং আত্মীয় স্বজন মিলে কোরবানি করবো। কোরবানির জন্য গরুগুলো রাখা হয়েছে। এতে শিক্ষার কার্যক্রম কোনভাবেই ব্যাহত হয়নি বলেও তিনি দাবি করেন। অবশ্য গতকালও স্কুলে শ্রেণী কার্যক্রম চলেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যুবককে সপরিবারে পুড়িয়ে হত্যার চেষ্টা!
পরবর্তী নিবন্ধঈদের আগে চিনির দাম কেজিতে বাড়ল ২৫ টাকা