‘স্কুল বন্ধ, তাই ৩৩৩-এ কল দিয়ে খবর নিচ্ছি’

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৬ মে, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার বিকেলে ৩৩৩ নম্বরে এক শিক্ষার্থী ফোন করেছেন। তিনি ফোন পেয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে বিষয়টি নিশ্চিত হতে তিনি পুনরায় কল ব্যাক করেন। কল পেয়ে অপর প্রান্তে কল রিসিভ করেন উক্ত শিক্ষার্থীর পিতা। এ সময় ইউএনও কল রিসিভকারীর নিকট জানতে চাইলেন খাদ্য সহায়তার জন্য ফোন করেছেন কিনা। ফোন রিসিভকারী ইউএনওকে বলেন- আমি ফোন করিনি আমার ছেলে হয়তো ফোন করেছে। ফোন যিনি দিয়েছেন তার বাড়ি কিশোরগঞ্জ, থাকেন ঢাকায়। এ কথা শুনার পর ইউএনও মোহাম্মদ রহুল আমিন তাঁর পরিচয় দিয়ে বলেন- আপনি হাটহাজারীর ঠিকানা কেন দিয়েছেন। জানেন এ ফোনের জন্য আমি আপনাকে গ্রেফতার করে জেল-জরিমানা করতে পারি, তখন ইউএনও বলেন আপনার ছেলেকে দেন। ইউএনও এ শিক্ষার্থীর সাথে ফোনে কথা বলতে গেলে শিক্ষার্থী বলে স্কুল বন্ধ, তাই খবর নিতে ফোন করেছি। এ কথা শুনে ইউএনও ভবিষ্যতে আর এভাবে ফোন না করার নির্দেশনা দেন। এরপর উপজেলার যে ইউনিয়নের ঠিকানা দিয়ে তাঁকে কল করা হয়েছে সেই ইউনিয়নে যোগাযোগ করা হলে ইউপি থেকে ভুলে এ কল করা হয় বলে জানানো হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে এ রকম একটি পোস্ট দেন।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জারটেকে হাতির দাঁত সহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধপটিয়ায় পৌনে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ৯