সৌম্যর সেঞ্চুরিতে ভাল অবস্থায় সেন্ট্রাল জোন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার নিজেকে প্রমাণের পরীক্ষাটা বেশ ভাল ভাবেই দিচ্ছেন। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে দারুণ এক শতক হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। এক রাউন্ড পর আবার সে মাঠে তুলে নিলেন আরো একটি সেঞ্চুরি। তিন ম্যাচের ব্যবধানে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশ দলের এই ওপেনার। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে সৌম্য সরকারের সেঞ্চুরির ওপর ভর করে সেন্ট্রাল জোন বেশ ভাল অবস্থানে পৌঁছে গেছে ম্যাচের প্রথম দিন শেষে । বিসিবি সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোন প্রথম দিন শেষে সংগ্রহ করেছে ৪ উইকেটে ২৯৩ রান। সৌম্য সরকারের সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সালমান হোসেন এবং অধিনায়ক শুভাগত হোম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল টসে হেরে ব্যাট করতে নামে বিসিবি সাউথ জোন। এই মাঠে আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়া মিজান এবং মিথুন বিচ্ছিন্ন হন মাত্র ১৪ রানে। ৭ রান করা মিজান বোল্ড হন নাসুমের বলে। মিথুনও পারেননি দলকে টানতে। ২৩ রানের মাথায় ১২ রান করা মিথুনকেও বোল্ড করেন নাসুম। ২৩ রানে দুই ওপেনারকে হারানোর পর দলেল হাল ধরেন সৌম্য এবং সালমান হোসেন। দুজনই এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ধৈর্য্য হারালেন সালমান। ১৪৪ রানের জুটি গড়ার পর সালমান ফিরেন ৭০ রান করে। তার ১৫২ বলের ইনিংসটিতে ৭টি চারের মার ছিল। তাইবুর রহমান এসে সৌম্য সরকারকে সঙ্গ দিতে পারেনি। ফিরেছেন মাত্র ২ রান করে। এরপর সৌম্যকে নিয়ে দলকে টানতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। এদুজন মিলে দিনের বাকি সময়টা পার করে দেন। এরই মধ্যে সৌম্য তুলে নেন সেঞ্চুরি আর শুভাগত তুলে নেন হাফ সেঞ্চুরি। ২০৮ বলে ৮টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে নিজের সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত ১২৮ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। তার ২৪৭ বলের ইনিংসটিতে ১০টি চার এবং ৩টি ছক্কার মার রয়েছে। আর অধিনায়ক শুভাগত হোম অফরাজিত আছেন ৬২ রানে। তার ৮৮ বলের ইনিংসটিতে চারের মার রয়েছে ৯টি। এদুজন ১১৬ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। দিনের শুরুতে সাউথ জোনের বোলাররা কিছুটা দাপট দেখালেও সময় যতই গড়িয়েছে ততই তাদের হতাশায় পুড়তে হয়েছে। নাসুম আহমেদ নিয়েছেন ২টি উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসাইনও নিয়েছেন ২টি উইকেট ।

পূর্ববর্তী নিবন্ধদর্শক নিয়েই মাঠে গড়াবে এবারের বিপিএল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সপ্তাহ সম্পন্ন