সৌদি আরবে আজ থেকে রোজা

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন সৌদি আরবের মুসলমানরা। সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিয়েছে বলে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ। ২০১৯ সালের পর এবারই প্রথম করোনাভাইরাসের বিধিনিষেধ ছাড়া রোজা পালনের সুযোগ পাচ্ছেন সৌদি নাগরিকরা। তবে ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই রোববার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজের।
রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা। ভোররাতে সেহরি খেয়ে প্রতিদিন রোজা শুরু করেন তারা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়। শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা শনিবার রাতে তারাবি নামাজ পড়ে ওই রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন। আর শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে সোমবার থেকে এবং রোববার রাতে হবে প্রথম তারাবি। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধঠেকানো যাচ্ছে না অবৈধ অস্ত্রের ব্যবসা
পরবর্তী নিবন্ধসেই কাভার্ডভ্যান চট্টগ্রামে, চালকসহ আটক ২