সোনার বাংলা গড়ার শপথ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে নগরেও সোনার বাংলা গড়ার শপথ নিলেন প্রায় ২৫ হাজার মানুষ। বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান বঙ্গবন্ধুকন্যা। হাতে জাতীয় পতাকা নিয়ে নগরের এম এ আজিজ স্টেডিয়াম এবং প্যারেড মাঠ থেকে এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্টেডিয়ামে ১৫ হাজার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় প্যারেড মাঠে প্রায় ১০ হাজার অংশ নেন বলে জানান আয়োজকরা।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যগণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীরা অংশ নেন। স্টেডিয়ামে সমাজের সর্বস্তরের ৪ হাজার জন লাল সবুজের টি-শার্ট, ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরে অংশগ্রহণ করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তাদের স্ব-স্ব বাহিনীর ইউনিফর্ম পড়ে। প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলনে, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব’।
এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মু. মাহমুদ উল্লাহ মারুফ, পুলিশ সুপার রশিদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ ও মুক্তিযোদ্ধা সংসদ জেলার ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন : বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্যারেড ময়দানে দিনব্যাপী বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে চসিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র বলেন, আজ বিজয়ের গৌরবের বাঁধভাঙ্গা আনন্দের দিন। একই সঙ্গে লাখো স্বজন হারানোর শোক বিহ্বল হওয়ার দিন। স্বাধীনতা নামের অগ্নিস্ফুলিঙ্গ আজও প্রচণ্ড ঝাঁকি দেয় রক্তে। শাণিত করে চেতনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে অর্থনৈতিক উন্নতির পথে দেশ দ্রুত এগিয়ে চলছে। কোভিড-১৯ এর মহাদূর্যোগেও জাতির মনোবল ভেঙ্গে পড়েনি। তাই আসুন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনর উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু হাসান মুরাদ বিপ্লব, মো. জাবেদ, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজিম, মো. আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, রুমকী সেনগুপ্ত, হুরে আরা বেগম, শাহীন আক্তার রোজী, তছলিমা বেগম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকেই সমর্থন দেবে ভারত : কোবিন্দ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১