সোনার বাংলাদেশ গড়তে সংঘাত নয়, সংলাপ চাই

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। নির্বাচন কমিশনের তথ্য মতে আগামী বছর ২০২৪ এর জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে দেশের দুই প্রধান দল দুই মেরুতে অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মনে সৃষ্টি হয়েছে ভয় আর আতংক। করোনা মহামারী ও রাশিয়াইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা পৃথিবী জুড়ে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যের উত্তাল ঢেউয়ের আঘাতে কমবেশি বিধবস্ত দেশের অর্থনৈতিক অবস্থা। যার প্রভাবে দেশের নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে দিশেহারা সাধারণ মানুষ। ছন্দ পতন ঘটছে নিরীহ সাধারণ মানুষের জীবনযাত্রায়।

এই অবস্থায় জাতির বিবেক ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল রাজনীতিবিদদের প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে সংঘাতে লিপ্ত না হয়ে সংলাপ, সমঝোতায় এসে জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে বঙ্গবন্ধু ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে সুখী, সমৃদ্ধ, নিরাপদ ও হিংস হানাহানিমুক্ত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড়।

পূর্ববর্তী নিবন্ধজেলহত্যা দিবস : ইতিহাসের কালো অধ্যায়
পরবর্তী নিবন্ধস্বপ্নের সাথে আশপাশে