সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) সহধর্মির্ণীর দাফন সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) সহধর্মিণী ও গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (মা.) মাতা মুনাওয়ারা বেগমের নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদে আসর মাইজভাণ্ডার শাহী মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) রওজা শরীফের পাশে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। এতে সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীসহ বিভিন্ন দারবারের আওলাদেপাক, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ লাখো আশেক ভক্ত উপস্থিত ছিলেন। এদিকে, মুনাওয়ারা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মরহুমার ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী, কো-চেয়ারম্যান সৈয়দ মাওলানা সাইফুদ্দীন আহমদ আলহাসানী, মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সৈয়দ বদরুদ্দোজা বারী, আল্লামা কাজী আব্দুস শকুর নক্‌শবন্দি, আল্লামা মুফতি ইব্রাহীম কাদেরী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, রাহে ভাণ্ডার তরিকার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.), বোয়ালখালী আহলা দরবার শরীফের শাহজাদা মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন প্রমুখ পৃথক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে প্রবীণ শিক্ষকের বিদায়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় প্রমার তিন কবি স্মরণানুষ্ঠান