সেন্টমার্টিনে ইয়াবাসহ সাত পাচারকারী আটক

পাঁচ কোটি টাকার আইস জব্দ

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে এক লাখ দুই হাজার ইয়াবাসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকাল পৌনে ১১ টায় সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হল রোহিঙ্গা মো. হামিদ হোসেন, হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াসিন ও বাংলাদেশী নাগরিক বশির আহমদ, মো. আলম। এরা রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের বাসিন্দা।

জানা যায়, অভিযান চলাকালে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল বোটটি আটক করে তল্লাশী চালিয়ে ১ লাখ ২ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত নৌকা ও আটক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ।

এদিকে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এক কেজি (১.০৫৫৮) ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা এবং ১৪২ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫৮ লাখ টাকা। টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গতকাল সোমবার ভোররাতে সাবরাং বিওপির বিশেষ টহলদল নাফ নদী বেড়ীবাঁধ সংলগ্ন একটি ঘের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। ভোর ৪ টার সময় টহলদল ৩ জন চোরাকারবারীকে তিনটি বস্তা নিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ১.০৫৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধঅস্বস্তিকর গরম থাকতে পারে আরও দুদিন
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে সুফি মিজানের ১ কোটি টাকার চেক হস্তান্তর