অস্বস্তিকর গরম থাকতে পারে আরও দুদিন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

মাঝ বৈশাখে বৃষ্টিহীন দিন বাড়তে থাকায় গরমের তীব্রতাও চরমে উঠছে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বত্র মৃদ্যু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও অন্তত দুদিন এমন অস্বস্তিকর গরম থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। এদিন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি এবং নির্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। টানা তিন দিন ধরে তাপপ্রবাহের কারণে গরমে কাহিল হয়ে পড়েছে মানুষ। মহানগরে গরমের এমন দিনে তীব্র যানজট দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ইয়াবাসহ সাত পাচারকারী আটক