সেনাবাহিনীর বিরুদ্ধে পিটিআই ধ্বংসের চেষ্টার সরাসরি অভিযোগ ইমরানের

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে পিটিআই কে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। বলেছেন, ভবিষ্যতে সামরিক আদালতে বিচারের পর তাকে কারাগারে নিক্ষেপের বিষয়ে কোনও সন্দেহ তার নেই। ইমরান এর আগে একাধিকবার তার দল পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) নেতাকর্মীদের ধরপাকড়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শনিবার রাতে লাহোরে নিজ বাড়ি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়, পিটিআই এর বিরুদ্ধে ধরপাকড়ের পেছেনে কারা রয়েছেন? জাবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণরুপে প্রভাবশালীদের কাজ। প্রভাবশালী বলতে নিশ্চিতভাবেই সামরিক প্রভাবশালী বোঝাচ্ছি। কারণ, তারা এখন সত্যিই প্রকাশ্যে.. আমি বলতে চাইছি, তারা এখন কোনো রাখঢাক রাখছে না। তারা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে রাজনীতির খেলায় সবসময়ই বড় খেলোয়াড় সেনাবাহিনী। স্বাধীনতার পর দীর্ঘ সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীই দেশটি পরিচালনা করে এসেছে এবং এজন্য খুব কমই তারা জনগণের কাছ থেকে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেমনটা ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল পাকিস্তানের জনগণ। ইমরানের সাক্ষাৎকারের পর রয়টার্স থেকে এ বিষয়ে কথা বলতে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের খবর সেই ইমরানের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। সেনাবাহিনীর অভিযোগ, পিটিআই কর্মীরা ইমরানের নির্দেশে পরিকল্পিতভাবে কাজ করেছে। এবং সেনাবাহিনী থেকে অভিযোগে বেশ কয়েকজনের বিচার সামরিক আদালতে করার প্রক্রিয়া শুরু করেছে। তাদের মধ্যে ইমরানের দলের সদস্যরাও রয়েছেন। সাধারণত সেনাসদস্য এবং রাষ্ট্রের শত্রুদের বিচার সামরিক আদালতে হয়।

পূর্ববর্তী নিবন্ধদিনে ৯১ লাখ টাকা খরচ করেন দুবাইয়ের এই নারী!
পরবর্তী নিবন্ধশাহ আমানতে পৌনে ১ কেজি স্বর্ণের দণ্ড জব্দ