সেনাপ্রধানের সাথে চীনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশ-চীনের সুসম্পর্কের গভীরতা ও ব্যাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে এক বৈঠকে তিনি এই সন্তোষ প্রকাশ করেন। খবর বাংলানিউজের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
ঢাকা সফরকালে চীনা প্রতিরক্ষামন্ত্রী ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বজায় ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দু’দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ বিনিময়, সশস্ত্র বাহিনী পর্যায়ে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি কোভিড-১৯ মহামারি মোকাবিলায় চীনের সহযোগিতার বিষয়ে ধন্যবাদ দেন। আলোচনাকালে সেনাপ্রধান বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সদা বদ্ধপরিকর।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান