আনোয়ারায় সেটেলম্যান্ট অফিসে শুনানিকালে দুই পক্ষের মারামারিতে ৩ জন আহত হয়েছে। গতকাল বিকাল ৫টায় উপজেলা পরিষদ ভবনের সেটেলম্যান্ট অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আনোয়ারা হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদে মারামারির ঘটনায় বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকার বাসিন্দা মো. হেসকেল খান (৪৬), মো. হেলাল খান (৪০) ও মো. সোহেল খানকে (৪০) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা সেটেলম্যন্ট অফিসের উপসহকারী সেটেলম্যন্ট অফিসার ডেবিট ত্রিপুরা জানান, গতকাল বিকাল ৫টায় উপজেলা সেটেলম্যান্ট অফিসে বারশত ইউনিয়নের গোবাদিয়া মৌজার বাসিন্দা মো. ইউছুপ ও মো. হেসকেল খানের মধ্যে ভূমি বিরোধীয় সম্পত্তির ৩০ ধারা শুনানি চলাকালে দুই পক্ষ বিতণ্ডার পর মারামারিতে লিপ্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, সেটেলমেন্ট অফিসে দুপক্ষের মারামারির কথা আমি শুনেছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।