সেই ছবি

কাজী নাজরিন | শনিবার , ৬ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ছায়াঘেরা মায়াভরা

ভুবনের মাঝে

কত জনে কত মনে

বারে বারে সাজে,

নিজের মনেতে থাকে

কত শত ব্যথা

মন চায় প্রাণ খুলে

বলি সব কথা।

আদুরে আদুরে সব

মিষ্টি আলাপ

প্রয়োজনে প্রিয়জনে

করবো বিলাপ,

অনুভবে অনুরাগে

অভিমান করে

ভুল ভেঙে ক্ষমা চেয়ে

নেব হাত ধরে।

শয়নে স্বপনে যার

ছবি ভাসে মনে

সেই ছবি খুঁজে মরি

প্রতি ক্ষণে ক্ষণে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ কমিশনার সমীপে
পরবর্তী নিবন্ধমনে আছে মা