সুস্থ সংস্কৃতি চর্চার পথ অবাধ করার দাবিতে উদীচীর স্মারকলিপি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিসংতার বিচার, ও সুস্থ সংস্কৃতি চর্চার পথ অবাধ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের কাছে এ স্মরকলিপি প্রদান করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদ নেতৃবৃন্দ জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে ও প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অমলেন্দু হাওলাদার, বিজয় ধর, সুজন বড়ুয়া, ডা. রঞ্জিত নাথ ও খোরশেদ আলম খোকন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা রবিবার
পরবর্তী নিবন্ধএলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর সভা