সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন ও সিনিয়র শিক্ষিকা নুপুর রাণী দে’র অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মনোয়ারা জাহাঙ্গীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব নুরুল আমীন। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শওকত হাসান। সংবর্ধিত অতিথি ছিলেন শিক্ষক জামাল উদ্দিন ও শিক্ষিকা নুপুর রাণী দে। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. আমীনুল ইসলাম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন মহিম। শিক্ষিকা প্রণতি বড়ুয়া ও শিক্ষক ইলিয়াসের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন, অভিভাবক সদস্য আবদুল মোমেন শরীফ, সাবেক বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদুল জব্বার, শিক্ষক মিল্টন কুমার ঘোষ, অভিভাবক সদস্য মোহাম্মদ আইয়ুব, কিরণ বড়ুয়া, টিংকু ধর। বক্তব্য রাখেন প্রীতি মল্লিক, সিনিয়র শিক্ষক বিজন কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মাসুদ, শিক্ষক মো.ফারুক হোসাইন, মো. সেলিম উদ্দিন, কাজী মিজানুর রহমান, নাহিদা আকতার চৌধুরী, সাগরিকা বিশ্বাস, হরিদাশ পাল, পলাশ মুহুরী, লাকী আকতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরীর পরলোকগমন