সুরতীর্থের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

উচ্চাঙ্গ সঙ্গীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সংগীত গবেষক পন্ডিত নির্মলেন্দু চৌধুরীর প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সংগীত বিদ্যাপীঠ সুরতীর্থের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী গত সোমবার চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ‘গুরু দক্ষিণা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আর্যসংগীত সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। শিল্পী শাহরিয়ার খালেদের সভাপতিত্বে অতিথি

 

ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সুব্রত দাশ অনুজ। আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন সর্বশিল্পীশ্রাবন্তী ধর,

সমরজিৎ রায়, রিষু তালুকদার, সুব্রত দাশ অনুজ, দোলন চক্রবর্তী, গৌরী নন্দী, শাহরিয়ার খালেদ, কে.পি. দাশ বাবু, রঞ্জন দত্ত, রাজীব মজুমদার, হিমাদ্রী শেখর চৌধুরী, পিন্টু ঘোষ, অপর্ণা সেন, শুভ্রজিৎ চক্রবর্তী, নীলাদ্রি শেখর চৌধুরী, শিমূল দাশ, রিয়া দাশ, শুক্লা পাল কণিকা, প্রমা অবন্তি বিশ্বাস, হেলাল উদ্দিন,

স্বস্তিকা দাশ, প্রিয়াঙ্কা দাশ অর্কি, সৈয়দা আনিকা ফেরদৌস, পূর্ণা দাশ, শ্রাবন্তী ধর তৃষা, রিপন দাশ, লোপা দাশ, নিবেদিতা তালুকদার, ঐশী রক্ষিত, আশীষ শীল, লিটন সেন ও রিমি সিংহা। তবলায় ছিলেন উৎপল দে, পলাশ দে, সানি দে, আশীষ দে ও রবিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় সৃজামির গণসংগীত উৎসব
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কের মঞ্চে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’