সুরক্ষা পোর্টালে সার্ভার জটিলতা, চমেকে টিকাদান বিঘ্নিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:২৪ পূর্বাহ্ণ

করোনার টিকার জন্য নিবন্ধনের প্লাটফর্ম ‘সুরক্ষা’ ওয়েবসাইটের সার্ভার জটিলতায় গতকাল টিকাদান বিঘ্নিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)। সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং কলেজ, ম্যাটস ও আইএইচটির শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। কিন্তু গতকাল অনেক শিক্ষার্থী টিকা নিতে না পেরে ফিরে গেছেন। সুরক্ষা ওয়েবসাইটের সার্ভার জটিলতায় টিকাদান কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার। তিনি বলেন, শিক্ষার্থীরা টিকা কার্ড নিয়ে আসলেও সেটি ওয়েবসাইটে ভেরিফায়েড করতে হয়। প্রথম দিকে কোন সমস্যা হয়নি। কিন্তু পরে সার্ভার জটিলতায় ভেরিফাই করা যাচ্ছিল না। এ কারণে টিকাদানে সমস্যা হয়েছে। পরে অবশ্য ঠিক হয়েছে। বৃহস্পতিবার থেকে টিকাদান যথারীতি চলবে বলেও জানান চমেক অধ্যক্ষ।
উল্লেখ্য, করোনার টিকার জন্য সুরক্ষা পোর্টালে মঙ্গলবার রাত থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে বুধবার সকাল থেকেই এই নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে চালুর পর একযোগে নিবন্ধনের চেষ্টায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করে অনেকেই সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে পারেন নি।

পূর্ববর্তী নিবন্ধ৯৮ চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহার চায় চমেক হাসপাতাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ৬১১, মৃত্যু আরো ৪