সুপার টুয়েলভ পর্বের জন্যও প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

অপ্রত্যাশিত এক হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হারের পর একরকম হায় হায় রব উঠেছিল। বিশ্বকাপ বুঝি শেষ হয়ে গেল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত পরের দুই ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়ে বিশ্ব্‌কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলকে। সাথে রয়েছে প্রথম পর্ব খেলে আসা শ্রীলংকা । টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বলেন এই কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের পারফরম্যান্সে তেমন খুশি হতে পারেনি টাইগার ভক্তরা। তাই স্বাভাবিকভাবেই সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সুপার টুয়েলভ পর্বে বড় দল গুলোর বিপক্ষে কেমন করবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলেন, সুপার টুয়েলভে সবাই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণের চেষ্টা করবো। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। প্রতিপক্ষ নয় নিজেদের সামর্থের ওপর বিশ্বাস করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বললেন, টি-টোয়েন্টিতে ছোট দল বড় দলের পার্থক্য বেশি না । আমরা নিজেদের ওপরই ফোকাস করছি। টি-টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই। প্রতিটি দলকেই সমানভাবে নিয়েছি। এই ফরম্যাট এমন, যেখানে প্রতিদিন পরিকল্পনা কাজে লাগবে না। পারফরম্যান্সের গ্রাফ উঁচু-নিচু থাকবে। দলের আত্মবিশ্বাস যেন কমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম খেলা আগামীকাল। শারজায় প্রতিপক্ষ শ্রীলংকা। আবুধাবিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ২৪ অক্টোবর। প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। একই মাঠে ২৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচটা হবে দুবাইয়ে। সুপার টুয়েলভে বাংলাদেশের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভীড় করছে কিশোররা
পরবর্তী নিবন্ধপয়েন্ট ভাগভাগি করল সিটি কর্পোরেশন এবং কোয়ালিটি