পয়েন্ট ভাগভাগি করল সিটি কর্পোরেশন এবং কোয়ালিটি

জিপিএইচ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত জিপিএইচ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের গতকালের খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে সিটি কর্পোরেশন একাদশ এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব। এরই মধ্যে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে অফিস দল সিটি কর্পোরেশন একাদশ। ফলে তাদের লক্ষ্য এখন রানার্স আপ ট্রফির জন্য। কিন্তু গতকাল আরো একটি ড্র করে সে লক্ষ্য থেকেও যেন পিছিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিটি কর্পোরেশন একাদশ গোল শূন্য ড্র করেছে কোয়ালিটি স্পোর্টসের সাথে। অবশ্য গতকাল যেন ভাগ্যও হাত বাড়ায়নি সিটি কর্পোরেশন একাদশের দিকে। নাহয় তাদের দুটি শট কেন ক্রসবারে লেগে ফিরে আসবে।
ম্যাচের শুরু থেকেই দু দলই বেশ আক্রমণাত্নক ফুটবল খেললেও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল সিটি কর্পোরেশন একাদশ। সে সুবাদে গোলও পেয়ে যেতে পারতো দলটি ম্যাচের শুরুর দিকে। ম্যাচের ৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ এক শট নিয়েছিলেন বোরহান। কিন্তু তার সে শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। এরপর কোয়ালিটি স্পোর্টও চেষ্টা করে আক্রমণে যাওয়ার। তবে সিটি কর্পোরেশনের রক্ষণ দেওয়াল ভেদ করতে পারেনি তারা। খেলার প্রথমার্ধের শেষের দিকে আরো একবার সিটি কর্পোরেশন একাদশকে হতাশ হতে হয় সেই ক্রসবার বাধা হয়ে দাড়ালে। এবার দারুণ এক আক্রমণ থেকে ডি বক্সে দাড়ানো কাকন হেড নিয়েছিলেন। কিন্তু এবারো সে হেড আটকে যায় ক্রসবারে গিয়ে। পরপর দুটি সুযোগ হারিয়ে হতাশ হয়ে পড়া সিটি কর্পোরেশন একাদশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল কোয়ালিটি স্পোর্টস। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও সিটি কর্পোরেশন একাদশ তাদের আক্রমণের ধারা অব্যাহত রাখে। কিন্তু সে আক্রমণ গুলো লক্ষ্যে পৌছাতে পারেনি। বেশিরভাগ আক্রমণ থেমে গেছে প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে সিটি কর্পোরেশন একাদশ এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব কেউই আর গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুদলকে। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশন একাদশের বোরহান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনাদুল হক।

পূর্ববর্তী নিবন্ধসুপার টুয়েলভ পর্বের জন্যও প্রস্তুত বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে