বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

মহামারি করোনার প্রকোপ কমাতে ইসরাইল, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের পর এবার নাগরিকদের করোনার বুস্টার টিকার জন্য ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে করোনার বুস্টার (তৃতীয়) ডোজ পেতে যাচ্ছেন লাখ লাখ আমেরিকান। এই ছাড়পত্র দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ অক্টোবর সন্ধ্যায় এ বিষয়ে নিশ্চিত করেছে সিডিসি। খবর বাংলানিউজের।
ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা পেয়েছেনে এমন যাদের বয়স ৬৫ বা তার বেশি, স্বাস্থ্যগত অবস্থা কোনো রোগ রয়েছে বা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে তারা এখন বুস্টার ডোজ নিতে পারবেন। যে তিনটা করোনার ভ্যাকসিন এখন দেশটিতে পাওয়া যাচ্ছে তার যেকোনো একটির বুস্টার ডোজ নেওয়া যাবে। চিকিৎসাবিজ্ঞানী ওয়ালেনেস্কি বলেছেন, করোনা থেকে মানুষকে রক্ষা করা আমাদের মৌলিক প্রতিশ্রুতির একটি উদাহরণ। তিনি আরও বলেন, তিনটি করোনার ভ্যাকসিনই নিরাপদ প্রমাণিত হয়েছে এবং ৪০ কোটি ডোজ সফলভাবে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ১২ বছর বা তার বয়সী ৭৭ শতাংশ মানুষকে কমপক্ষে করোনার ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপয়েন্ট ভাগভাগি করল সিটি কর্পোরেশন এবং কোয়ালিটি
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে প্রাসাদে রানি