সুন্দর জীবন গড়ি

মর্জিনা হক চৌধুরী পপি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

মহান বিধাতা আদম হাওয়া সৃষ্টির সাথে সাথে তাঁদের দু’জনের মধ্যে ভালোবাসা নামক গুণটিও দিয়ে দিয়েছিলেন। তা না হলে জনমানবহীন এ জগতে তাঁরা উভয়ে কিভাবে থাকতেন? তাই বলতে হয় ভালোবাসা নামক গুণটি আছে বলেই তো মানুষ শত দুঃখ কষ্টে সংসার জীবন পালন করছে। ভালোবাসা ধনী গরীব ধর্ম জাত গৌন, মুখ্য হলো দু’টি মনের মিল। এটিকে প্রাধান্য দিলেই সংসার জীবন সুখের হয়। আসুন অর্থ বিত্ত, ধনী গরীব প্রভেদ ভুলে সুখী সুন্দর জীবন গড়ি।

পূর্ববর্তী নিবন্ধমাননীয় প্রধানমন্ত্রীর কাছে শতভাগ পেনশন সমর্পণকারীদের ফরিয়াদ
পরবর্তী নিবন্ধমনোজগতের সাথে বিশ্বজগত