সীমান্ত সড়কের কাজ পরিদর্শনে বান্দরবানে সেনাপ্রধান

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে সীমান্ত সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। গতকাল রোববার সকালে হেলিকপ্টারযোগে থানচি উপজেলায় পৌঁছান তিনি। সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে করে থানচি এবং আলীকদম উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজগুলো পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদুর রহমান, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, সীমান্ত সড়ক প্রকল্প পরিচালক কর্নেল এএনএম ফয়েজুর রহমান, ভারপ্রাপ্ত উপ-প্রকল্প পরিচালক মেজর সাঈদ মোঃ জাহিদুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের (ইসিবি) তত্ত্বাবধানে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় এক হাজার ছত্রিশ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ কাজটি বাস্তবায়ন করা হবে। ২০১৮ সালের জুন থেকে ২০২৪ সালের মধ্যেই সড়কটি শতভাগ বাস্তবায়নের কথা রয়েছে। সড়কটি নির্মিত হলে সীমান্ত সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, সীমান্তের দুপাশের অবৈধ ব্যবসা, অস্ত্র, মাদক, চোরাচালান বন্ধে নিরাপত্তা নিশ্চিত হবে, সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সীমান্ত এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সরাসরি দেশের মূল ভূখণ্ডে পৌঁছানো সহজ হবে। সীমান্ত এলাকার মানুষের সামাজিক ও জীবনমান উন্নত হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে : নওফেল
পরবর্তী নিবন্ধ৭৮৬