সীতাকুণ্ড পৌর বাস টার্মিনাল উদ্বোধন করলেন এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভাবাসীর দীর্ঘদিনের দাবি যানজট নিরসনে একটি স্থায়ী বাস টার্মিনাল। সে দাবি বাস্তবায়নে গতকাল শনিবার পৌরসদরের উত্তর বাইপাসে বাস টার্মিনাল উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। তিনি বলেন, সীতাকুণ্ডে একটি বাস টার্মিনাল নির্মিত হবে এটা ছিল পৌরবাসির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। আজ উদ্বোধনের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ করা হলো। এখানে বাস টার্মিনাল হলে পৌরশহরের মূল সড়কে যানজট নিরসন ও যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ দূরীকরণ হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কাউন্সিলর মফিজুর রহমান, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহার উদ্দিন। উপস্থিত ছিলেন বার আওলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন, গোলাম রব্বানী, ইঞ্জিনিয়ার আজিজুল হক, জাহাঙ্গীর ভুঁইয়া, ইউপি চেয়ারম্যা রেহান উদ্দিন রেহান, শওকত আলী জাহাঙ্গীর, কাউন্সিলর হারাধন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা