সীতাকুণ্ডে ২১৮৮ স্কুল শিক্ষার্থী পেল টিকা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ১২-১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড টিকা প্রদান শুরু হয়েছে। গতকাল শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিদারুল আলম এমপি। উপজেলার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও সাদেক মস্তান (রহ.) উচ্চ বিদ্যালয়ের ২১৮৮ জন শিক্ষার্থী ফাইজারের টিকা পেয়েছে। টিকা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো. শাহআলম।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নযাত্রীর আয়োজন আকাশের ঠিকানায় চিঠি লিখো
পরবর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে চট্টগ্রামে জাপানের দুই যুদ্ধজাহাজ