সীতাকুণ্ডে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যুৎ অপচয়

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিদ্যুৎ অপচয়ের কারণে পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

অভিযানে পৌর সদরের ফলের দোকানের কামরুল ইসলামকে ২ হাজার, ফুলকলি মিষ্টির দোকানের ইমরানকে ২ হাজার, কসমেটিকস দোকানি মো. সুমনকে ২ হাজার, অপর কসমেটিক দোকানি অর্জুন কুমার নাথকে ২ হাজার ও গার্মেন্টস ব্যবসায়ী শাকিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, বিশ্বব্যাপী চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বিদ্যুৎ অপচয় কোনোভাবেই কাম্য নয়। বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসায়ী প্রয়োজনের অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখে ও বিদ্যুৎ অপচয় করে। এ কারণে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচেমন আরা তৈয়ব কাজের মাধ্যমে নারী জাতির গর্বে পরিণত হয়েছেন
পরবর্তী নিবন্ধথিয়েটার ইনস্টিটিউটে ফুলকির গল্প উপভোগের আসর