সীতাকুণ্ডে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মো. হান্নান (৩২) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোড়ামতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান উপজেলার ঘোড়ামারা এলাকার বাসিন্দা। সে ওই এলাকার নুর মিয়ার ছেলে।
র‌্যাব-৭ জানায়, গত বৃহস্পতিবার ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি টিনের ঘরে আটকে রেখে মো. আব্দুল আলী লিংকন (৩২), মো. হান্নান (৩২) ও মো. জাহিদ (২৫) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গণধর্ষণ মামলার দায়ের হওয়ার পর থেকেই র‌্যাব-৭ তদন্ত শুরু করেন। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। মামলার দুই নম্বর আসামি সীতাকুণ্ড থানার জোড়ামতল বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাড়াবনে রক্ষা বন
পরবর্তী নিবন্ধহাতে লাঠি মুখে বাঁশি, পাহারায় হাজারো স্বেচ্ছাসেবী