সীতাকুণ্ডে এক মণ ওজনের অজগর উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি এলাকা থেকে ৪০ কেজি ওজনের ১৫ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। পরে অজগরটিকে ভাটিয়ারী এলাকার গলফ ক্লাব সংলগ্ন পাহাড়ে সরকারি বনাঞ্চলে অবমুক্ত করা হয়। গত শুক্রবার বিকেলে অজগরটি জঙ্গলে অবমুক্ত করেন বন বিভাগের কুমিরা রেঞ্জের ফৌজদারহাট বিট কাম চেকপোস্টের কর্মকর্তারা।
ফৌজদারহাট বিটের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহেন শাহ নওশাদ বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার মাদামবিবিরহাটে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি এলাকায় অজগরটি দেখতে পেয়ে আমাদের খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। অজগরটির ওজন আনুমানিক ৪০ কেজি। খাবারের সন্ধানে অজগরটি পাহাড় থেকে লোকালয়ে দিকে চলে এসেছে বলে তারা মনে করছেন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি