সীতাকুণ্ডে ইলিশ লুট

চেয়ারম্যানের বাড়ি ঘেরাও, গ্রেপ্তার ১

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জেলেদের ইলিশ লুট করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এঘটনার বিচার দাবিতে স্থানীয় চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জেলেরা। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে তারা ঘরে ফিরে যায়। গতকাল বৃহস্পতিবার জেলেরা দুর্বৃত্তদের আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, উপজেলার ভাটিয়ারীর শনি ঠাকুর জেলেপাড়ার বাসিন্দা বাদল ভগীরত দাশ ও বাদল দাশ বলেন, ইলিশের শেষ মৌসুম শুরু হয় বুধবার রাত থেকে। স্থানীয় জেলেরা বৃহস্পতিবার ভোররাতে ইলিশ ধরে পাড়ে নিয়ে আসে। এ মৌসুমে ইলিশের আকার বড় হওয়ায় কয়েকজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে জেলেদের প্রায় দুই লাখ টাকার ইলিশ লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদে শনি ঠাকুরপাড়ার প্রায় শতাধিক নারী পুরুষ ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে। চেয়ারম্যান নাজিম উদ্দিন বাড়ি ঘেরাও করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোররাতে শতাধিক নারী পুরুষ ইলিশ লুটের ঘটনায় প্রথমে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে পরে তারা আমার বাড়িতে আসে। আমি আইনানুগ ব্যবস্থা নিতে তাদের থানায় পাঠিয়েছি। সীতাকুণ্ড থানার ইন্সেপেক্টর (তদন্ত) সুমন বনিক বলেন, ইলিশ লুটের ঘটনায় জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী মেহেদী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল শিশু কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিচ্ছে সাইফ পাওয়ারটেক
পরবর্তী নিবন্ধসমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর