সমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশকে বিশ্বে সামপ্রদায়িক সমপ্রীতির অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে এই সমপ্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার বৌদ্ধধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সভা ও ফানুস উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বৌদ্ধধর্মের সবাইকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানান ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। খবর বাংলানিউজের।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু দেশবিদেশ থেকে এখনও দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সামপ্রদায়িক পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সেই লক্ষ্যেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসামপ্রদায়িকতা ও উন্নয়নসমৃদ্ধির প্রতীক এবং তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে আন্তঃধর্ম সমপ্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এর আগে কোনো বৌদ্ধ ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেটি করেছেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তার বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক; দুই পদেই রেখেছেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার বক্তব্যে আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ প্রার্থনার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেভাবে সব ধর্মের কল্যাণে কাজ করেছেন, তা এক বিরল দৃষ্টান্ত। তাই আন্তঃধর্ম মৈত্রীর বন্ধন সবসময় বজায় রাখতে হবে। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বাংলাদেশের বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার দিব্যেন্দু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইসচেয়ারম্যান সুপ্তবসন বড়ুয়া, বাড্ডা ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস, বাড্ডা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ সভায় বক্তব্য রাখেন। সভাশেষে ড. হাছান মাহমুদ অতিথিদের নিয়ে বিহার প্রাঙ্গণে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস ওড়ানোতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইলিশ লুট
পরবর্তী নিবন্ধচলন্ত গাড়ি থেকে ছিনতাই করে তারা