সীতাকুণ্ডে অনুমোদনহীন সিলিন্ডারে গ্যাস বিক্রি, আটক ২

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করার অপরাধে দুজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সীতাকুণ্ড থানার ছোট কুমিরা এলাকার মেসার্স ইলিয়াছ রি-ফুয়েলিং স্টেশন থেকে কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ট্রাক চালক মো. মানিক (৪৫) ও ইলিয়াছ রি-ফুয়েলিং স্টেশনের সহকারী ম্যানেজার ও ক্যাশিয়ার মো. আব্দুল্লাহ হোসাইন জাহিদ (২৬)।
র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে থাকা ১১৭টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। আটকরা গ্যাস বিক্রি করার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের কাছে বিস্ফোরক অধিদফতরের কোনো অনুমোদন ছিল না।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে সিলিন্ডার ভর্তি করে পথে পথে গ্যাস বিক্রি করছেন। মূলত বেশি লাভের আশায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্যাস বিক্রি করতেন। তারা প্রতি দুদিন পর পর রিফুয়েলিং স্টেশন থেকে সিলিন্ডারে লোড করে নিয়ে অবৈধভাবে অন্য জায়গায় সিএনজি বিক্রি করতেন।

পূর্ববর্তী নিবন্ধচৌমুহনীতে ৮ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার -মোছলেম উদ্দিন