সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটে জেব্রা ক্রসিং চাই

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট বর্তমানে কোনো জেব্রা ক্রসিং ও ইউটার্ন নেই। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট ঢাকা- চট্টগ্রাম ব্যস্ততম মহাসড়ক অতিক্রম করে ফকিরহাট এলাকা থেকে বিভিন্ন জায়গায় যান। এর মধ্যে অনেক বয়োবৃদ্ধ মানুষও আছেন। এদিকে এ ফকির হাট মোড়ের পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে, যার অনেক শিক্ষার্থীই ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। সবাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকে। ফলে যেকোনো সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। ফকিরহাট জনসাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী লোকজনের চলাচলের নিরাপত্তার স্বার্থে উক্ত ফকিরহাট মহাসড়কে জেব্রা ক্রসিং অথবা ইউটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
– মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), বি.টি.সি গেইট, ইমামনগর, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধহেনরি ওয়াডসওর্থ লংফেলো : ঊনিশ শতকের জনপ্রিয় কবি
পরবর্তী নিবন্ধঅনলাইন গেমস কে না বলুন