সিনেমায় এনেছিলেন দেবিকা রাণী

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:৫৭ পূর্বাহ্ণ

গঙ্গা যমুনায় অশিক্ষিত এক গ্রামীণ চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। তিনি এত সাবলীল ছিলেন, যেমনটি তিনি ছিলেন মুঘল ই আযমে প্রিন্স সালিমের চরিত্রে।
দেবিকা রাণীর সাথে এক দুঃখজনক সাক্ষাৎ পরিবর্তন এনে দেয় দিলীপ কুমারের জীবন। চল্লিশের দশকে দেবিকা ছিলেন ভারতীয় সিনেমার তারকা। তারপরও সম্ভবত হিন্দি সিনেমায় তার বড় অবদান হলো পেশওয়ারের ফল বিক্রেতার পুত্র ইউসুফ খানকে দিলীপ কুমারে পরিণত করা। সুদর্শন ইউসুফ খান প্রায়ই বোম্বে যেতেন সিনেমার শুটিং দেখতে। সেখানেই দেবিকা রাণীর চোখে পড়েন। তিনি দিলীপ কুমারের কাছে জানতে চান, তিনি উর্দু পারেন কিনা। যখনই বললেন হ্যাঁ, তারপরের প্রশ্ন ছিল তুমি অভিনেতা হতে চাও কিনা। আর এর পরেরটুকু হলো ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধনবায়নে ব্যর্থ ইসরায়েল সরকার
পরবর্তী নিবন্ধবিরতি দেওয়ার গুরুত্ব জানতেন