সিনহা হত্যা মামলার নবম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু কাল

বক্তব্য দেবেন ওসি প্রদীপসহ ৮ আসামি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৮ অপরাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় নবম দফায় টানা তিন দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আগামী বুধবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ দফায় মামলার কার্যক্রম চলাকালে ওসি প্রদীপসহ ৮ আসামী আদালতে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম জানান, এই মামলায় ৮ম দফায় মোট ৬৫ জন সাক্ষীর জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার (আজ) থেকে নবম দফায় তিনদিনের কার্যক্রম শুরু হচ্ছে। এই মামলায় মোট ৮৩ জন সাক্ষী রয়েছে।

তিনি জানান, এরআগে গত বুধবার (১ ডিসেম্বর) মামলার ৬৫তম স্বাক্ষী ও তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হয়েছে। আদালতে জবানবন্দি দেয়ার পর তাকে আসামি পক্ষের আইনজীবীরা পাঁচ দিন ধরে জেরা করেন। একইদিন আদালত ওসি প্রদীপ সহ অপর ৭ আসামীকে কার্যবিধি ৩৪২ ধারায় কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে তারা আগামী ধার্য তারিখে (নবম দফায়) আদালতে বক্তব্য দেবেন বলে জানিয়েছিলেন। অপর দিকে আসামী ওসি প্রদীপের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছিলেন, তদন্তকারী কর্মকর্তার জেরা শেষে মামলার ৮ জন আসামী সিনহা হত্যার ঘটনায় নির্দোষ দাবি করে কার্যবিধির ৩৪২ ধারায় আদালতে বক্তব্য দিয়েছেন। আগামী ধার্য তারিখে (৬-৮ ডিসেম্বর) ওসি প্রদীপ সহ অপর ৭ আসামি আদালতে তাদের বক্তব্য দেবেন।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্তের জেরায় মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম আদালতে জানিয়েছেন, ওসি প্রদীপ সহ আসামীরা পরিকল্পিতভাবেই মেজর (অবঃ) সিনহাকে হত্যা করে। টেকনাফ থানায় দায়িত্ব পালনকালে ওসি প্রদীপের নানা অপকর্মের খবর জানতে পেরে তা ভিডিও ধারণ করার খবর জেনে গেলে ওসি প্রদীপ মেজর অবঃ সিনহাকে হত্যার পরিকল্পনা করেছিল।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই ঈদুল আযহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান স্বাস্থ্য খাতে আরও একধাপ এগিয়ে গেল
পরবর্তী নিবন্ধঅটোরিকশায় গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা