বান্দরবান স্বাস্থ্য খাতে আরও একধাপ এগিয়ে গেল

সেনাবাহিনীর আধুনিক হাসপাতাল ভবনের উদ্ধোধনে মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৯:০১ অপরাহ্ণ

বান্দরবানে ৫০ শয্যা বিশিষ্ট সেনাবাহিনীর এমডিএস আধুনিক হাসপাতাল ভবনের উদ্বোধন করা হয়েছে আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে।

প্রধান অতিথি হিসাবে এ হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বলেন, “আধুনিক এই হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে বান্দরবান স্বাস্থ্য খাতে আরও একধাপ এগিয়ে গেল। এতে সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ হাসপাতালটি থেকে চিকিৎসা সুবিধা পাবে।”

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, সেভেন ফিল্ড আম্বুলান্স-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ারুল হক সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, আধুনিক এই হাসপাতালটিতে আইসিইউ, ভেন্টিলেটর, অপারেশন থিয়েটার সহ আধুনিক সব চিকিৎসা সুবিধা রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স এই হাসপাতালটি নির্মাণ করে দিয়েছে।

পরে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

এ উপলক্ষে গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

পূর্ববর্তী নিবন্ধএকটি ধাক্কা দিল, আরেকটি দিল চাপা
পরবর্তী নিবন্ধসিনহা হত্যা মামলার নবম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু কাল