সিগমা শিপ ব্রেকার্স পরিচালকের ৫ মাসের সাজা

১১৫ কোটি টাকা ঋণ খেলাপী মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ১১৫ কোটি টাকার ঋণ খেলাপী মামলায় সেমার্স সিগমা শিপ ব্রেকার্স লিমিটেডের পরিচালক মো. রফিকুল ইসলামকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ঋণ পরিশোধে বাধ্য করতে আদালত এ সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন উল্লেখ করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বলেন, বাংলাদেশ ব্যাংক সুদ মওকুফপূর্বক ঋণ পরিশোধের সুযোগ দিলেও আসামি সে সুযোগ গ্রহণ করেননি। দীর্ঘ ৯ বছর ধরে রিট মামলা চলমান থাকাকালেও আসামি কোনো টাকা পরিশোধ করেননি বা সুদ মওকুফের কোনো আবেদন করেননি। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন ব্যাংক কর্তৃপক্ষ আসামির আটকাদেশ চেয়ে আদালত বরাবর আবেদন করেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালে ব্যাংক কর্তৃপক্ষ সিগমা শিপ ব্রেকার্স ও এর মালিকদের বিরুদ্ধে জারি মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম
পরবর্তী নিবন্ধড্রোন ক্যামেরায় সন্ত্রাসীদের আনাগোনা দেখে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান