সিএসডির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:১২ পূর্বাহ্ণ

কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি)’র বার্ষিক সাধারণ সভা সভাপতি প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে সিএসডির প্রধান কার্যালয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। ২০১৯-২০২০ অর্থবছরের আর্থিক বিবরণী রিপোর্ট দেন সিএসডির সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বিশু। সভার সম্মতিক্রমে এ বিবরণী অনুমোদিত হয়। দ্বিতীয় আলোচ্য সূচিতে সভাপতির নির্দেশক্রমে ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ রাজীব সাহা। সদস্যরা প্রতিবন্ধীদের সামগ্রিক কল্যাণে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা আবাসিক (হোস্টেলসহ) ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য উপদেশ প্রদান করেন। এছাড়া ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষক নিয়োগ সরকার নিবন্ধিত ও অনুমোদন অনুযায়ী চার্টার অ্যাকাউন্ট ফার্ম নিয়োগ দেয়ার জন্য সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়। প্রতিবন্ধীদের কল্যাণে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতার ব্যাপারে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হানিফ সিদ্দিকী। উপদেষ্টা মনোনীত হয়েছেন প্রফেসর ড. অলক রায়। বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি অরুণ দাশগুপ্ত, উপদেষ্টা প্রণব সাহা। দ্বিতীয় অধিবেশনে ২০২১-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ড. মোহামদ সাইদুল ইসলাম সোহেল নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পদাক পদে যথাক্রমে প্রফেসর শায়েস্তা খান ও বিশ্বজিত গুপ্ত বিশু পুনরায় নির্বাচিত হন। কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি অরুণ দাশগুপ্ত, সহ-সভাপতি শওকত হোসেন (এফসিএ), প্রধান সমন্বয়কারী নূর উদ্দীন জাবেদ, সহ-সাধারণ সম্পাদক রেয়াজ মোহাম্মদ, কোষাধ্যক্ষ রাজীব সাহা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন মো. আবু তৈয়ব চৌধুরী, সদস্য- ডা. তাসলিম চৌধুরী, জাহেদ মোতালেব, সেলিম উদ্দিন হক, রানু চক্রবর্ত্তী, সুর্পণা বিশ্বাস, সঞ্জয় বিকাশ চৌধুরী, বিশ্বজিত বনিক, বিশ্বরূপ দাশ গুপ্ত, সাক্যমনি চাকমা, গাজী লোকমান হাসান চৌধুরী, রাজেশ চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার বাস্তবায়ন সংস্থার মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাউজানে ইউপি মেম্বারের খামার থেকে গরু চুরি