সিএসইতে লেনদেন ৭.৬৩ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১১:৫৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৭.৬৩ কোটি টাকা। ৩,৬২১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৯২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৯.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৯৯.৫২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.৪০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৩.৫৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫.২১ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৬৮২.০৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৮১,৬৮৫.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,১৯৭.৬২ কোটি টাকা । সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটে লক্ষ্মীপুরের কাছে হেরেছে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধকঠিন জ্বালানির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার