চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন ৭.০৪ কোটি টাকা। ২,৭১২ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৯০.১৭ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২১.৬৯ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৬.৭২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল যা হলো ১,৬৩০.২৮ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৯,০৯১.৬১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,১৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির ।