সিএসইতে লেনদেন ৭২.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের হয়েছে ৭২.৩৫ কোটি টাকা। মোট ১৭,১২৭টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬৯.৯৯ পয়েন্ট কমে দাঁড়ায় ২,০৪৯৭.৩৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫২২.৩১-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৭৮.০৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৬৫০.৮২ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৯,৭৪৮.২৫ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৮৭৩.৬৩ কোটি টাকা। সিএসইতে ৩৬৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিপিএল মাঠে গড়াবে ২৮ জানুয়ারি
পরবর্তী নিবন্ধবেতন না পাওয়ায় চাকরি ছাড়লেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত