সিএসই’তে লেনদেন ৭০.৫৫ কোটি টাকা

| শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৭০.৫৫ কোটি টাকা। মোট ২২,৫৮৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৮০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৫.৭৮ পয়েন্ট বেড়ে দাড়ায় ১৬,৩৪৮.৯৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৮৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ১২১৭.৮২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৮.৭৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১০৪৪.৪০ তে।
দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩৯৭,৬৭৬.০৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৮০,৯৫১.৪৪ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলা কিউআর’ নীতিমালা জারি
পরবর্তী নিবন্ধমেয়াদের আগেই সরানো হতে পারে ট্রাম্পকে