সিএসইতে লেনদেন ৫৯.৫০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৫৯.৫০ কোটি টাকা। মোট ১৫,২৬৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৪৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.০১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২,০৬৫৮.৯৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫১৯.৯৫ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৯৪.৪২ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স গতকাল অপরিবতিত ছিল যা হলো ৬৫৭.২৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৪,৮৩৩.৭৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৮,৯২২.০৩ কোটি টাকায়। সিএসইতে ৩৭১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১১০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসহজ জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
পরবর্তী নিবন্ধওমিক্রনে সংক্রমিত মাত্র এক, বেইজিংয়ে ১৩ হাজার বাসিন্দা ‘নজরবন্দি’