চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৫৬.৮৪ কোটি টাকা। মোট ৯,৭৫৮টি লেনদেনের মাধ্যমে ২.৮৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৮০২.২২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৬৬.৩৪-তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৩৬.২৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৮৯.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫০.০৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,০৪৩.১২ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৫০২.৭৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।