চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৫৩.৩৯ কোটি টাকা। ১৯,৫৬৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৬৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৫.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৭২১.৫৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৫৩২.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৮১.৩৭ পয়েন্টে। সিএসইএসমেঙ গতকাল অপরিবর্তিত রয়েছে যা হলো ৬৩৩.৪১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৫,৬৬৫.৯৯ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৩৫৭.১৪ কোটি টাকায়।
সিএসই’তে ৩৭৩ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ৩০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪১ টির, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।